ভাগবত
বাণী ও উপদেশের
প্রভাব
মানব
জীবনের উপর
উদ্দেশ্য
এখানে আমি যা আলোচনা করব তা একান্তই আমার নিজের জীবনে ঈশ্বরের উপলব্দি নিয়ে।
এখানে প্রকাশিত লেখা আমার নিজের ব্যত্তিগত অভিজ্ঞতা থেকে লব্দ। আর তাই আমি চাই আপনাদের
সকলের সঙ্গে তা ভাগ করে নিতে। প্রচলিত কথায় বলে জ্ঞান সকলের সঙ্গে ভাগ করে নিলে তা
বারে বই কমে না। তাই আমি আমার অভিজ্ঞতা লব্দ জ্ঞান আপনাদের সকলের সঙ্গে ভাগ করে
নিয়ে আমার ঈশ্বর তথা আধ্যাত্ম সম্পর্কীয় জ্ঞান কিঞ্চিৎ বৃদ্ধি করে নিতে চাই।
যদি কোন মহাপুরুষ বা মনীষীদের
উপদেশ, বানী বা লেখার সঙ্গে আমার এই উপলব্ধির কোনরূপ মিল পাওয়া যায় – তা একেবারেই
কাকতলীয় বলে জানবেন। অন্যের কোন কিছুকে নিজের বলে চালানোর প্রচেষ্টাকে, যা বর্তমান
কলি যুগে আমরা অহরহ দৈনন্দিন জীবনে দেখতে পাই, ব্যক্তিগত ভাবে আমি নিকৃষ্ট
মনোভাবের পরিচয় বলে মনে করি।
হতেপারে আমার এই উপলব্ধি
আপনাদের অনেকের কাছে নতুন কিছু নয় বা অজানা নয় –- হয়তো এই বিষয়ে আপনাদের অনেকের
জ্ঞান আমার হতে অধিক; কিন্তু, আমি আমার এই ভগবত চিন্তা-ভাবনার দ্বারা আমরা কি রূপে
সংসার বন্ধনে আবদ্ধ থেকেও মুক্ত হতে পারি –- তার একটা প্রচেষ্টা করেছি মাত্র। এর
থেকে যদি আপনাদের সামান্যতম কোন উপকার হয় তবে আমি আমার এই প্রচেষ্টা ব্যর্থ হয় নি
বলে, অর্থ্যাৎ, সার্থক হয়েছে বলে মানি করবো।
ইতি
ধন্যবাদ সহ
লেখক